জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ : বিশ্বব্যাংক

মুক্তবার্তা ডেস্ক:বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে চলতি অর্থবছরে (২০১৬-২০১৭) বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৬.৮ শতাংশে স্থির থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত রবিবার এমন পূর্বাভাসের কথা জানিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের দ্বি-বার্ষিক এই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগে শক্তিশালী অবস্থান এবং রপ্তানি বাণিজ্যে আত্মবিশ্বাস ফিরে আসায় বাংলাদেশের অর্থনীতি বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তাকে কাটিয়ে উঠতে পেরেছে। ফলে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি চলতি বছর ৬.৮ শতাংশে স্থির থাকবে।

অবকাঠামোর অভাব এবং জ্বালানি সরবরাহ ঘাটতির কারণে ব্যবসায় ব্যয় বাড়বে, যা বাংলাদেশের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে বলা হয়।

বিশ্বব্যাংক জানায়, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পূর্ব এশিয়ার চেয়ে এগিয়ে আছে দক্ষিণ এশিয়া। এই অঞ্চলের অর্থনীতিতে তুলনামূলক দ্রুত প্রবৃদ্ধি ঘটছে।

এর আগে, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি  ৬.৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

Related posts

Leave a Comment