মুক্তবার্তা ডেস্ক:জাল পাসপোর্ট ও ভিসার মাধ্যম একটি চক্র দীর্ঘদিন ধরে সহজ সরল মানুষদের বিভিন্ন দেশে পাঠাতো বলে জানিয়েছে র্যাব। গতকাল রাতে রাজধানীর সায়েদাবাদ থেকে তিনজনকে আটকের পর দুপুরে কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর এই তথ্য জানান।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এছাড়া অভিযানে ওই এলাকা থেকে গ্রেপ্তার আবদুল কুদ্দুস নকল সিলমোহর বাজারের চেয়ে বেশি দামের বিনিময়ে তৈরি করতো। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে জাল পাসপোর্ট ও ভিসা তৈরি করে সেগুলো কুরিয়ার সার্ভিসযোগে বিদেশে পাচার করতো। এবং নকল ভিসা, পাসপোর্ট, স্ট্যাম্প টিকিট তৈরির কাজ করত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর মহিউদ্দিন ও সহকারী পুলিশ সুপার সোহরাব হোসেন।