জামগ্রামের গভীর নলকূপের পাইপে পড়ে শিশুর মৃত্যু

মুক্তবার্তা ডেস্ক:নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম এলাকায় গভীর নলকূপের পাইপে পড়ে

রাকিব নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি পাইপে পড়ে যায়। প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে

বাবার অজান্তে শিশু রাকিব মাঠের পাশের একটি গভীর নলকূপে খেলতে চলে যায়। এক পর্যায়ে শিশুটি ওই নলকূপের ফাঁকা পাইপে পড়ে যায়। স্থানীয়রা সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে তিন ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

নিহত রাকিবের মৃতদেহ উদ্ধারের পর আত্রাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

Related posts

Leave a Comment