মুক্তবার্তা ডেস্ক: সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে উপাচার্যের বাসভবন ভাঙচুর, শিক্ষকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে প্রশাসনের করা মামলা প্রত্যাহারের দাবিতে লাগাতার অবরোধ শুরু করেছে শিক্ষার্থীরা।
সোমবার সকাল থেকে লাগাতার অবরোধ শুরু করেছে শিক্ষার্থীরা। মামলা প্রত্যাহার না করা পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা।
‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে চার দফা দাবিতে সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো- অবিলম্বে হত্যাচেষ্টার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, পক্ষপাতদুষ্টু তদন্ত কমিটি বাতিলসহ সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে, শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার করতে হবে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জাবি সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েও মামলা প্রত্যাহার না করে তালবাহানা করছে। তাই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমরা বাধ্য হয়ে প্রশাসনিক ভবন অবরোধ করেছি।’