জাতীয় যুব পুরস্কার ২৭ ব্যক্তি পাচ্ছেন

মুক্তবার্তা ডেস্ক:  ২৭ জনকে জাতীয় যুব পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ শিকদার। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালন উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ড. বীরেণ শিকদার বলেন, এবারের যুব দিবসের প্রতিপাদ্য বিষয় ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’।

এ উপলক্ষে বুধবার বেলা ১২টায় রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে যুবদিবসের কর্মসূচি উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এছাড়া বিকাল আড়াইটায় হোটেল ওয়েস্টিনে যুবদিবস উপলক্ষে স্টেক হোল্ডারদের অংশগ্রহণে যুব সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিকালের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি আরও বলেন, ‘আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২২ জন সফল আত্মকর্মী যুবক ও পাঁচজন সফল যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার দেয়া হবে। পুরস্কারপ্রাপ্তদের ৫৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ দেওয়া হবে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আছেন যুবক, যুব নারী, অটিস্টিক যুবক, বিশেষ চাহিদা সম্পন্ন যুবক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক।

Related posts

Leave a Comment