জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার বিতরণী ৪ মে

মুক্তবার্তা ডেস্ক:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দ্বিতীয়বারের মতো আয়োজন করছে জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ২০১৭। আগামী ৪ মে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হবে।

বুধবার আইসিটি বিভাগের কনফারেন্স রুমে ‘জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ২০১৭’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশের তরুণ প্রজন্মকে মোবাইল অ্যাপ্লিকেশনের সঙ্গে সম্পৃক্ত করে তাদেরকে সারা বিশ্বের বিলিয়ন ডলারের মোবাইল অ্যাপের বাজারে প্রবেশে সহায়তা দেয়া এবং দেশীয় প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত সেরা মোবাইল কনটেন্ট ও উদ্ভাবনী মোবাইল অ্যাপ্লিকেশনের প্রাপ্য স্বীকৃতি প্রদানই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানালেন প্রতিমন্ত্রী।

পলক বলেন, ‘এতে জাতীয় পুরস্কার বিজয়ীরা ওয়ার্ল্ড সামিট মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কারের গ্লোবাল প্রতিযোগিতার জন্য সরাসরি মনোনীত হবেন।’

Related posts

Leave a Comment