মুক্তবার্তা ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনের বিশ্ব নেতাদের সাধারণ বিতর্ক শুরু হবে আজ। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জড়ো হচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি, সরকার ও রাষ্ট্রপ্রধানরা।
আগামী ২০ সেপ্টেম্বর অধিবেশনের ডিবেট সেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব নেতাদের সামনে তিনি তুলে ধরবেন রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রস্তাব।
এদিকে প্রথমবারের মতো অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি আজ বিশ্বনেতাদের সাথে জাতিসংঘের সদরদপ্তরে একটি বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
১২ সেপ্টেম্বর শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন। আর আজ মঙ্গলবার শুরু হচ্ছে অধিবেশনের সাধারণ বিতর্ক। এতে অংশ নিতে ইতোমধ্যে বিভিন্ন দেশের প্রতিনিধি, সরকার ও রাষ্ট্রপ্রধানরা উপস্থিত হয়েছেন যুক্তরাষ্ট্রে। নিউইর্য়ক শহরের ম্যানহাটন এখন মুখরিত তাদের উপস্থিতিতে।
বিশ্বনেতাদের উপস্থিতি ও অধিবেশনের কারণে জাতিসংঘের সদর দপ্তরের আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিউইর্য়ক পুলিশ জানিয়েছে, কয়েক হাজার পুলিশ মোতায়েন রয়েছে ম্যানহাটন ও আশেপাশের এলাকায়।
নির্বাচিত হওয়ার আগে জাতিসংঘের কঠোর সমালোচনা করলেও, এবার সংস্থার সাধারণ অধিবেশনে প্রথম দিন ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মঙ্গলবার বিশ্বনেতাদের সাথে আলাদা বৈঠক করবেন তিনি।
তবে এবারের অধিবেশনে যোগ দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই অধিবেশনে ১৭২টি এজেন্ডায় আলোচনা করবেন বিশ্বনেতারা। যেখানে স্থান পাবে শিক্ষা, পরিবেশ, সামাজিক উন্নয়ন, শরণার্থী সংকট, সন্ত্রাস ও উগ্রবাদসহ নানা বিষয়।