জাতিসংঘে বাংলাদেশের প্রশংসা

মুক্তবার্তা ডেস্ক: জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের নীতিমালা অনুসরণ করে বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও চিকিৎসা উভয়ক্ষেত্রে বাস্তবভিত্তিক পদ্ধতি গ্রহণ করেছে বাংলাদেশ। গত ২৬ মে শুক্রবার (নিউইয়র্ক সময়) জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদে ‘সশস্ত্র সংঘাতের সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও চিকিৎসা সেবা’ বিষয়ক উন্মুক্ত বিতর্কে একথা বলেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

এর আগে নিউইয়র্কে অনুষ্ঠিত শান্তিরক্ষা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার কথা উল্লেখ করে মোমেন বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও চিকিৎসা সেবার বিষয়টি মূলধারায় রেখে সামরিক বাহিনী ও পুলিশ সদস্যদের জন্য শান্তিরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। এ বিষয়ে আমরা সবর্দাই প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ সেনা প্রেরণকারী দেশ বাংলাদেশ।

তিনি আরও বলেন, ‘দ্বন্দ্ব প্রতিরোধ ও শান্তি বজায় রাখার জন্য অর্থবহ রাজনৈতিক প্রক্রিয়া বাস্তবায়িত না হলে কেবল সামরিক শক্তির মাধ্যমে বেসামরিক নাগরিকদের সুরক্ষা ক্ষণস্থায়ী হবে।’

অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরাস। নিরাপত্তা পরিষদের চলতি মাসের প্রেসিডেন্ট উরুগুয়ে এই উন্মুক্ত বিতর্কের আয়োজন করে।

উল্লেখ্য, গতবছর এসময়েই নিরপত্তা পরিষদ এ সংক্রান্ত রেজুলেশন ২২৮৬ গ্রহণ করে। রেজুলেশন ২২৮৬ গ্রহণের একবছর পূর্তিতে এমন উন্মুক্ত বিতর্কের আয়োজন করায় উরুগুয়েকে ধন্যবাদ জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

Related posts

Leave a Comment