জলদস্যুদের থেকে ভারতীয় জাহাজের ৮ নাবিক মুক্ত

মুক্তবার্তা ডেস্ক:সোমালিয়া জলদস্যূদের কাছে আটক ভারতীয় একটি কার্গো জাহাজের আট নাবিককে উদ্ধার করা হয়েছে। বুধবার সোমালিয়ার নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে। খবর বিবিসির।

গত মাসে ১০ নাবিকসহ জাহাজটিকে সোমালিয়ার জলদস্যুরা মুক্তিপণের জন্য আটক করে।

সোমালীয় কর্তৃপক্ষ জানান, গত সোমবার নিরাপত্তা সদস্যরা জাহাজটিকে মুক্ত করে এবং দুজন নাবিককে উদ্ধার করে। জলদস্যুরা বাকি আট নাবিককে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে আজ ৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

সোমালিয়ার গালমোডাগ প্রদেশের মেরিন ফোর্সের ডেপুটি কমান্ডার আব্দিরশিদ মোহাম্মদ আহমেদ জানান, নিরাপত্তা সদস্যরা জলদস্যুদের ঘেরাও করে ফেলে। তারা পালিয়ে যেতে চেষ্টা করে। তবে তিনজন জলদস্যুকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া নাবিকরা নিরাপদ ও সুস্থ রয়েছে। তবে তিনি নাবিকদের পরিচয় প্রকাশ করেননি।

২০১১ সালে সোমালিয়া ও ইয়েমেনের সমুদ্রে সীমায় জলদস্যুরা দুশো বারের বেশি হামলা চালিয়েছে।

Related posts

Leave a Comment