মুক্তবার্তা ডেস্ক:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- এলজিআরডি ও হাশেমীয় কিংডম অব জর্ডানের পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে জলবায়ু পরিবর্তনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।
এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি ও জর্ডানের পরিবেশ মন্ত্রী ড. ইয়াসিন এম খায়াত নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
গতকাল ৩ এপ্রিল জর্ডানের রাজধানী আমানে এই সমঝোতা স্মারক সই হয়।
এর আগে ২ এপ্রিল মন্ত্রী জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ সফরে মন্ত্রী জর্ডানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। মন্ত্রী আগামী ৭ এপ্রিল মিশরের রাজধানী কায়রোতে ‘বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন’ শীর্ষক কনফারেন্সে যোগ দেবেন।