জনপ্রিয় অভিনেত্রী ছিলেন, এখন রাস্তায় বিক্রি করছেন ধোসা

মুক্তবার্তা ডেস্ক: একসময় ভারতের মালয়ালম সিরিয়ালের নিয়মিত মুখ ছিলেন কবিতা লক্ষ্মী। তাকে দেখা যেত টিভির পর্দায়। কিন্তু জীবন লড়াইয়ে টিকে থাকতে এখন ধোসা বিক্রি করছেন তিনি। মালয়ালম অভিনেত্রী কবিতা লক্ষ্মীর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

এক ওয়েবসাইটের খবর অনুযায়ী, ছেলেকে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে পাঠিয়েছিলেন কবিতা। ৪ বছর পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি। কিন্তু যে সংস্থা তার ছেলের দায়িত্ব নিয়েছিল, তারা কথা রাখেনি বলে অভিযোগ এ অভিনেত্রীর।

তাই চরম অর্থাভাবে পড়ে গিয়েছেন কবিতা। প্রতি মাসে ছেলেকে পড়াশুনার খরচ বাবদ এক লাখ রুপি পাঠাতে হয় তাকে। ছেলের পড়াশোনায় যাতে ক্ষতি না হয়, তাই প্রথমে ব্যবসা খোলার চেষ্টা করেন। কিন্তু ঋণ না মেলায়, তাও হয়ে ওঠেনি। আরও অনেক চেষ্টা বিফল হওয়ায় শেষে রাস্তায় ধোসা বিক্রি করছেন একসময়ের এই টিভি অভিনেত্রী।

ছেলের জন্য আরও বেশি করতে পারেন বলে জানিয়েছেন কবিতা লক্ষ্মী।

Related posts

Leave a Comment