জনগণ তাদের কাছে কোন বিষয় না: রিজভী

মুক্তবার্তা ডেস্ক:সোমবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গতকাল বগুড়ায় প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে যা বলেছেন তা কখনোই সত্য নয়।

বিদায়ী নির্বাচন কমিশন ও বর্তমান নির্বাচন কমিশন মুদ্রার এপিঠ-ওপিঠ বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

সরকারের মন্ত্রী এমপিদের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘অন্য কোন দেশের কাছে মুচলেকা দিয়ে বিএনপি রাজনীতি করে না। যারা এসব করে রাজনীতি করেন জনগণ তাদের কাছে কোন বিষয় না। এজন্য বলেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভুইয়া, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, মাহবুবুর রহমান শামিম, সাহিত্য বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান প্রমুখ।

Related posts

Leave a Comment