মুক্তবার্তা ডেস্ক:রাজধানীর ভাসানী ভবনে বিএনপি ঢাকা মহানগর আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির র্যালি কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জঙ্গি বলে যাদের ধরেন, তাদেরই ক্রসফায়ারে মেরে ফেলেন। তাদের ধরেন, তদন্ত করেন। ঘটনার প্রকৃত তথ্য বের হয়ে আসুক। কারা মদদ দিচ্ছে, কারা করছে। আমরা চাই, একইসঙ্গে পুরো জাতি চায় জঙ্গিবাদ নির্মূল করা হোক। কিন্তু আপনারা সেটা করছেন না, আর করবেনও না।
মির্জা ফখরুল বলেন, কয়েকদিন পর পর বলেন জঙ্গিবাদ নির্মূল হয়ে গেছে। তাহলে জঙ্গিবাদ বাড়ছে কেন? তাহলে এই ঘটনা ঘটছে কেন?
জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সরকার বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে যে রহস্যময় খেলা খেলছে তার আসল রহস্য হচ্ছে দেশে ঘরোয়া জঙ্গিবাদের কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করে তাদের রাজনীতি থেকে সরিয়ে দেয়া। প্রত্যেকবারই এভাবে জঙ্গিবাদের ধোঁয়া তোলে, তারপর দেখবেন বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীদের ধরে নিয়ে যায়।
ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে তিস্তা চুক্তি যে হবে না এটা পানিসম্পদ মন্ত্রীর কথায় স্পষ্ট হয়েছে। তবে কোন চুক্তি হবে। যে চুক্তি আমাদের স্বাধীনতাবিরোধী, অর্থনীতি ধ্বংস হবে, নিজেদের দাসত্বে পরিণত করবে; এমন চুক্তি। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি এদেশের মানুষ মেনে নেবে না।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা করে বলেন, মহানগরের প্রতিটি ওয়ার্ড এবং থানা থেকে নেতারা বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হবেন। পরে কার্যালয়ের সামনে থেকে প্রেসক্লাব অভিমুখে শান্তিপূর্ণ মিছিল করা হবে। তবে মিছিলের পথ পরবর্তীতে পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।