মুক্তবার্তা ডেস্ক:পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানিয়েছেন, জঙ্গি নির্মূলে বিশেষভাবে তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, তাই যেখানেই তাদের সন্ধান পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান চালানো হচ্ছে।
আজ শুক্রবার সকালে খুলনা রেঞ্জ ডিআইজি ভবনের উদ্বোধন শেষে এ কথা বলেন এ কে এম শহীদুল হক।
শহীদুল হক বলেন, ‘আমরা জঙ্গিদের হান্টিং করছি, শিকার করছি কোথায় কোথায় পাওয়া যায়। আমাদের পুলিশের গোয়েন্দা সংস্থা দেশব্যাপী কাজ করছে। যেখানেই আস্তানা সেখানেই আমরা ঘেরাও করি। জনগণের সহায়তা নিয়েই এই কাজগুলো আমরা করছি।’
পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই। জঙ্গিদের জন্য দুঃসংবাদ যে তারা কোথাও টিকে থাকতে পারছে না।’
তিনি আরো জানান, মুফতি হান্নানের রায় দ্রুত কার্যকর করা হবে।