মুক্তবার্তা ডেস্ক: জঙ্গি তৎপরতার সঙ্গে আলেম ওলামারা জড়িত নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন আলেম ওলামারা সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত নয়। তারা সরকারের পাশে থাকলে সন্ত্রাসী ও জঙ্গিরা কিছু করতে পারবে না। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আলেম সমাজ আজ একত্রিত হয়েছে।
রবিবার শরীয়তপুরে জঙ্গিবাদবিরোধী ওলামা-মাশায়েখ সমাবেশে এসব কথা বলেন তিনি। জেলা পুলিশ লাইনস মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘দেশের ধর্মপ্রাণ মুসলমানসহ সব মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা ধর্মপ্রাণ মুসলমান কিন্তু ধর্মান্ধ নই।’
সমাবেশে নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। খুব শিগগিরই তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হবে।’
রোহিঙ্গাদের ফেরত পাঠালে তারা যেন আর বাংলাদেশে না আসতে পারে সরকার সে ব্যবস্থাও নেবে বলে জানান মন্ত্রী।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক। তিনি বলেন, ‘পুলিশের সাহসী ভূমিকার কারণে দেশে জঙ্গি তৎপরতা বন্ধ হয়েছে। ধর্ম ব্যবহার করে কেউ যেন জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।