মুক্তবার্তা ডেস্ক:রাজশাহীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
মঙ্গলবার ভোর থেকে জেলার কোর্ট স্টেশনের হড়গ্রাম এলাকার বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়িটির আশপাশে র্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িটিতে অভিযান শুরু হয়নি।
ওই এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।