‘জঙ্গি’র মৃত্যু বোমার বিস্ফোরণে: ময়নাতদন্ত

মুক্তবার্তা ডেস্ক:রাজধানীর বিমানবন্দর মোড়ে বোমা বিস্ফোরণে নিহত সন্দেহভাজন জঙ্গির দেহে পেঁচানো তার ও স্কচটেপ পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। পেটে বাঁধা বোমার বিস্ফোরণেই এই যুবকের মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করেছেন চিকিৎসক।

শুক্রবার বিমানবন্দর মোড়ে পুলিশের চৌকিতে তল্লাশি এড়ানোর চেষ্টার সময় এক যুবক তার কোমরে থাকা বোমার বিস্ফোরণে নিহত হন। শনিবার পরিচয় জানতে না পারা ওই যুবকের ময়নাতদন্ত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

বেলা ১২টার দিকে হাসপাতালে ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদের নেতৃত্বে এই ময়নাতদন্ত শুরু হয়, শেষ হয় দুপুর পৌনে একটার সময়।

সোহেল মাহমুদ বলেন, নিহত জঙ্গির নিজের শরীরে বাধা বোমা বিস্ফোরিত হয়েই মৃত্যু হয়। তিনি বলেন, ‘নিহতের কোমরে ও বাম হাতে তার পেয়েছি। এতে আমরা ধারণা করছি, বোমাটি তার কোমরে বাঁধা ছিল।’

বোমা বিস্ফোরনের পর ওই ব্যক্তির একটি ছবি পাওয়া গেছে, যাতে দেখা যায় পেটের দিকে বড় একটি ক্ষত তৈরি হয়েছে বিস্ফোরণের কারণে। মেরুদণ্ড পর্যন্ত ফেটে যায় শরীরটি। ময়নাতদন্তকারী চিকিৎসকও জানান, বোমার বিস্ফোরণে ওই ব্যক্তির মেরুদণ্ড ফেটে যায় এবং কোমরের নিচের অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে।

Related posts

Leave a Comment