মুক্তবার্তা ডেস্ক:জঙ্গি আস্তানায় নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া যায়নি। আবু কালাম ওরফে আবু ছাড়া বাকিদের পরিচয় জানতে তাদের ডিএনএ নমুনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার বেলা দেড়টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট মরদেহগুলো উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া জানান, আবুর লাশ ছাড়া বাকিদের শনাক্ত করা যায়নি।
উদ্ধার অভিযানের সময় বাড়ির মালিক সাদেকুল ইসলামকে মরদেহ শনাক্তের জন্য ঢুকতে দেওয়া হয়। সাদেকুল শুধু আবুর মরদেহ শনাক্ত করতে পারেন, বাকি তিনজনের মরদেহ তিনি চিনতে পারেন না বলে জানান।
জঙ্গি আস্তানা থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি সুইসাইড ভেস্ট উদ্ধার করা হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চলছে।