জঙ্গিরা না ফিরলে জামিনদারের বিরুদ্ধে ব্যবস্থা

মুক্তবার্তা ডেস্ক:জামিন নিয়ে পলাতক জঙ্গিদের ফিরিয়ে আনা না গেলে জামিনদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক এক আলোচনা বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যে সব জঙ্গি জামিন নিয়ে নিরুদ্দেশ হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য আইনজীবী ও জামিনদারদের নির্দেশ দেয়া হয়েছে। তাদের ফিরিয়ে না আনতে পারলে জামিনদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। জামিনদার সিভিল হোক বা আইনজীবীই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এসময় ব্যাংকের মাধ্যমে জঙ্গিদের অর্থ লেনদেন বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, যেসব ব্যাংকের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়, সেসব অ্যাকাউন্টের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Related posts

Leave a Comment