জঙ্গিবাদ সরকারের ‘দূরভিসন্ধিমূলক কৌশল’

মুক্তবার্তা ডেস্ক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সরকার আন্তর্জাতিক রাজনীতিতে জঙ্গিবাদ ইস্যু প্রচার করে ক্ষমতার টিকিয়ে রাখতে চায়। এটি সরকারের একটি দূরভিসন্ধিমূলক কৌশল।’

বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ এই মন্তব্য করেন। ‘মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন।

মওদুদ বলেন, ‘এটা নিশ্চয় সরকারের কোনো কৌশল। দূরভিসন্ধিমূলক একটি স্ট্রাটেজি। আন্তর্জাতিক রাজনীতিতে জঙ্গিবাদের কর্মকাণ্ডগুলো ফলাওভাবে প্রচার করে সরকার ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু এতে কোনো লাভ হবে না।’

জঙ্গিবাদ ইস্যুকে ‘অতিরঞ্জিত করার ফলে’ এতে প্রকৃত অপরাধীদের ধরার পরিবর্তে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘অনেক নিরীহ মানুষকে জঙ্গি অভিযানের নামে অহেতুক হয়রানি করা হচ্ছে। শোনা যাচ্ছে, উপজেলা পর্যায়ে নাকি জঙ্গিবাদবিরোধী অভিযান পরিচালিত হবে। সেটি হলে ভুল হবে। কারণ এই অভিযানের নামে পুলিশ-র‌্যাব সাধারণ মানুষকে হয়রানি করবে।’

বিএনপি জঙ্গিবাদ নির্মূল করেছে দাবি করে দলটির অন্যতম এই নীতি নির্ধারক বলেন, ‘শায়খ আবদুর রহমান, বাংলা ভাইদের বিচারের আওতায় এনে আমরাই জঙ্গি নির্মূল করেছিলাম। বিএনপির আমলে এদের ফাঁসি হয়েছে। বিএনপিই জঙ্গিবাদ নির্মুল করেছিল। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে দেখা যাচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে।’

জঙ্গিবাদ নির্মূল করতে চাইলে সব রাজনৈতিক দলসহ জনগণকে ঐক্যবদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান মওদুদ। তিনি বলেন, ‘যারা সত্যিকারের জঙ্গি তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন। আমরা এ ব্যাপারে সহযোগিতা করবো। আর জঙ্গিবাদ যদি এতোই জাতীয় ইস্যু হয়ে দাঁড়ায়, তাহলে একে দমন করতে র‌্যাব-পুলিশ একা পারবে না। সরকারের একার পক্ষে সম্ভব হবে না। যদি দমন করতে হয়, জাতীয় পর্যায়ে সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। সবাই মিলে কাজ করলে জঙ্গিবাদ নির্মূল হবে।

Related posts

Leave a Comment