জঙ্গিদের সর্বোচ্চ সাজা নয় কেন: রাজীবের বাবা

মুক্তবার্তা ডেস্ক:গণজাগরণের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়ে বিচারিক আদালত রায় হুবহু বহাল রেখে হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করেছেন তার বাবা নাজিম উদ্দিন। বিচারিক আদালত যে ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে, তাদেরও সর্বোচ্চ সাজা আশা করেছিলেন রাজীবের বাবা। তিনি বলেন, তিনি বলেন, তার ছেলেকে যারা খুন করেছে তারা জঙ্গি। তাদের কেন সর্বোচ্চ সাজা হবে না।

রবিবার হাইকোর্ট ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার পর রাজীবের বাবা তার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘আমি এই রায় প্রত্যাখ্যান করলাম। আমার সন্তানকে যারা মেরেছে তারা প্রমাণিত সন্ত্রাসী, শিক্ষিত সন্ত্রাসী। কিন্তু তাদের সর্বোচ্চ সাজা হয়নি। জঙ্গিদের যদি সর্বোচ্চ সাজা না দেয়া হয়, তাহলে আপনি বুঝতে পারেন সমাজের কি অবস্থা।’

রাজীবের বাবা বলেন, ‘সরকার বলে, তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। ওদেরকে ছাড় দেবে না। কিন্তু আদালতে এসে তার প্রমাণ পাইনি।’

Related posts

Leave a Comment