মুক্তবার্তা ডেস্ক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিদের কোনো দল নেই। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। ইসলামকে ধ্বংস করতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এদের প্রতিহত করতে হবে।
তিনি বলেন, ‘জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সমস্যা। সারা বিশ্বই জঙ্গিবাদে আক্রান্ত। আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।’
আজ বুধবার দুপুর ১২টায় ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত ময়মনসিংহ রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের বিফ্রিংয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।