ছোট ভাইতোমাকে ভালোবাসি : সুয়ারেজ

মুক্তবার্তা ডেস্ক: অনকে নয়-ছয়ের পরে অবশেষে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান যুবরাজ নেইমার।

নেইমারকে আগেই শুভকামনা জানিয়েছিলেন মেসি। এবার শুভকামনা জানালেন লুইস সুয়ারেজ।

ইনস্টাগ্রামে নেইমারকে শুভকামনা জানিয়ে লুইস সুয়ারেজ বলেন, ‍‌‘বন্ধু আমার, আগামীর সবকিছুর জন্য তোমার মঙ্গল কামনা করছি। তোমার সমর্থন, তোমার সঙ্গে থেকে আমি যা কিছু শিখেছি এবং একসঙ্গে আমরা যেসব দারুণ মুহূর্ত কাটিয়েছি, সেসবের জন্যও তোমাকে ধন্যবাদ। এইরকমই থেকো এবং কখনও বদলে যেও না। তোমাকে ভালোবাসি ছোট ভাই।’

Related posts

Leave a Comment