‘ছেঁড়া নোট বদলে না দিলে ব্যবস্থা’

মুক্তবার্তা ডেস্ক:ব্যাংকের কোনো শাখা ধাতব মুদ্রা গ্রহণ ও ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে সেই ব্যাংকের প্রধান নির্বাহীর (এমডি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে এ হুঁশিয়ারি দিয়েছে।

সার্কুলারে বলা হয়, জনসাধারণের কাছ থেকে নির্বিশেষে সব ধরনের নোট গ্রহণ, বিধি মোতাবেক ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের বিনিময়মূল্য প্রদান, ধাতব মুদ্রা গ্রহণ এবং বিতরণের বিষয়টি নিশ্চিত করতে এর আগে কয়েকটি সার্কুলারে নির্দেশনা দেওয়া হলেও বিভিন্ন তফসিলী ব্যাংকের অনেক শাখা তা মানছে না।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পরিচালিত পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন পত্র-পত্রিকা, ব্যক্তিগত অভিযোগ থেকে এ নির্দেশনা পালন না করার বিষয়টি জানতে পেরেছে বাংলাদেশ ব্যাংক।

এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিপত্র দিয়ে ফের সতকর্তা দেওয়া হলো।

সার্কুলারে আরও বলা হয়, জনসাধারণের কাছ থেকে মূল্যমান নির্বিশেষে সব ধরনের নোট গ্রহণ, বিধি মোতাবেক ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের বিনিময়মূল্য প্রদান এবং গ্রাহকদের ধাতব মুদ্রা গ্রহণ ও বিতরণের বিষয়টি নিশ্চিত করতে পুনরায় কঠোর নির্দেশনা প্রদান করা হলো।

‘এই নির্দেশনা লঙ্ঘিত হলে এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/নির্বাহী প্রধান-এর উপর বর্তাবে এবং তাদের বিরুদ্ধে বিধি-মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Related posts

Leave a Comment