মুক্তবার্তা ডেস্ক:দারুণ সময় পার করছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে তাদের কেউ আটকাতেই পারছে না। আজ সকালে ঘরের মাঠে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে টানা নবম জয়ে নাম লেখাল নেইমার-কোতিনহোরা।
প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। তবে ৩৩ মিনিটে ডি বক্সে বল পেয়েও কাজে লাগাতে পারেননি গাব্রিয়েল জেসুস। তার লক্ষ্যভ্রষ্ট শট থমকে দেয় দর্শকদের। বিরতির পর আক্রমণের পসরা সাজিয়ে বসে ব্রাজিল। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করতে উঠেপড়ে লাগে ‘সেলেসাও’রা।
৫৬তম মিনিটে আবারও সুযোগ পান জেসুস।কিন্তু কর্নারের বিনিময়ে তার হেড ঠেকিয়ে দেন ইকুয়েডর গোলরক্ষক। ম্যাচের ৬৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। চলতি মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়া পওলিনহোর গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কর্নার থেকে বেসে আসা বলকে জোরাল শটে জালে পাঠান এই মিডফিল্ডার।
এর মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুল তারকা কুতিনহো। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। বাছাইপর্বের প্রথম ম্যাচে চিলির কাছে হারার পর আর হারের মুখ দেখেনি ব্রাজিল। টেবিলের শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট এখন ৩৬।
আর্জেন্টিনা পাঁচেই পড়ে রইল। সরাসরি খেলতে হলে তাদের চার নম্বর স্থানটি দখল করতে হবে। দুইয়ে আছে কলম্বিয়া। ২৩ পয়েন্ট নিয়ে চিলি চারে। প্যারাগুয়ের কাছে ৩-০ গোরে হেরে যাওয়ায় পয়েন্ট বাড়াতে পারেনি চিলি। আর তিন রাউন্ড বাকি থাকতে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে উরুগুয়ে।