মুক্তবার্তা ডেস্ক: পুরান ঢাকার সালাহউদ্দিন হাসপাতালের সামনে ছিনতাইকারীর গুলিতে এক গৃহবধূ আহত হয়েছেন। তার নাম সাহিদা আক্তার (২৬)। রবিবার রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গৃহবধূকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাহিদা আক্তার জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি ও তার স্বামী শরিফ উদ্দিন রাজধানীর সুপার মার্কেটে যান। সেখানে মার্কেট বন্ধ থাকায় তারা বাসায় ফিরছিলেন। সালাহউদ্দিন হাসপাতালের সামনে পৌঁছামাত্র দুইজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময়ে একজন ছিনতাইকারী সাহিদার গলায় থাকা স্বর্ণের চেইন ও আরেকজন তার ভ্যানিটি ব্যাগটি কেড়ে নেয়। পালানোর সময় ছিনতাকারীরা তার ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। আহত সাহিদা পুরান ঢাকার ওয়ারী থানার লারমিনি স্ট্রিটের ১৫ নম্বর বাড়ির শরিফ উদ্দিনের স্ত্রী। তার স্বামী শরিফ উদ্দিন পেশায় একজন ব্যবসায়ী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।