চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে লিভারপুল

মুক্তবার্তা ডেস্ক: হফেনহেইমকে ৪-২ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে জায়গা করে নিলো লিভারপুল। দু’লেগ মিলিয়ে জার্মান প্রতিপক্ষের বিপক্ষে ইংলিশ জায়ান্টদের জয় ৬-৩ গোলে।

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সেরা পাঁচ দলের মধ্যে প্রথমদল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ করে নিলো অলরেডরা।

বুধবার অ্যানফিল্ডে খেলার ১০ মিনিটে লিভারপুলকে লিড এনে দেন এমরি ক্যান। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ। তিন মিনিট পরই ‘অলরেড’দের ৩-০তে এগিয়ে দেন এমরি ক্যান।

২৮ মিনিটে হফেরহেইমের হয়ে ব্যবধান কমান মার্ক উথ। ৬৩ মিনিটে ব্যবধান ৪-১ করেন রবার্তো ফিরমিনো। আর ৭৯ মিনিটে সান্তনাসূচক আরেক গোল শোধ দেন স্যান্দ্রো ওয়াগনার।

ম্যাচ শেষে হফেনহেইমের ম্যানেজার জুলিয়ান নাগেলম্যান কড়া সমালোচনা করেছেন নিজ দলের। তিনি বলেন, লিভার পুলের বিপক্ষে আমার দল ‘মাথা ছাড়া মুরগির’ মতো খেলেছে।

এরইমধ্যে চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে সিএসকেএ মস্কো, স্পোর্টিং লিসবন ও অ্যাপোয়েল নিকোশিয়া।

এদিকে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ড্র। এদিন ইংলিশ ক্লাব চেলসি, টটেনহাম, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ভাগ্য নির্ধারণ হবে

Related posts

Leave a Comment