চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বিভিন্ন যানবাহন চুরি করে তার থেকে পার্টস আলাদা করে বিক্রি করে আসছে একটি চক্র। এমনই একটি পিকআপ চুরির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় চোরাই চক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তথ্য প্রযুক্তি সহায়তায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন বিটেশ্বর এলাকা থেকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো, নাঈম উদ্দিন (২২), জাহিদ হাসান বাবু (২২) ও মোহাম্মদ হোসেন (২১)।