মুক্তবার্তা ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুমাইয়া আক্তার কাকলী (১৯) নামে এক স্কুলছাত্রীকে অপহরণের সময় চার অপহরণকারীকে আটক করেছে স্থানীয় জনতা। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করা হয়। তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালীয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুরের নিত্যনন্দনপুর গ্রামের ছালামত আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫), নাহারুনের স্ত্রী রাশিদা খাতুন (৩০), খোকনের স্ত্রী জরিনা খাতুন (৩৫) ও পরেশের ছেলে শিপন (২৭)।
স্থানীয়রা জানায়, শনিবার বিকালে আলমডাঙ্গার হাটবোয়ালীয়া বাজার এরাকায় মহিলাসহ চারজন অপহরণকারী স্কুলছাত্রী সুমাইয়া আক্তার কাকলীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-৫১-৩০৫২) তুলে নেয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন ওই মাইক্রোবাসটিকে গতিরোধ করে। পরে মাইক্রোবাসের ভিতর থাকা চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মহব্বত আলী জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ আলমডাঙ্গা থানায় একটি অপহরণ চেষ্টা মামলা দায়ের করেন। রবিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হবে।