চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

মুক্তবার্তা ডেস্ক:চুয়াডাঙ্গার আলমাডাঙ্গায় কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে জানিয়েছে র‌্যাব।

বুধবার রাত দেড়টায় উপজেলার খাসকররা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওল্টু ওই এলাকার ঝড় মণ্ডলের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব কমান্ডার মেজর মনির আহমেদ জানান, রাতে র‌্যাবের একটি টহল গাড়ি লক্ষ্য করে একদল সন্ত্রাসী গুলি ছোড়ে। এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ওল্টুর মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, তিনটি ওয়ানশুটার গানের গুলি ও একটি হাসুয়া উদ্ধার করা হয়।

ওল্টুর বিরুদ্ধে চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে বলে জানান মেজর মনির আহমেদ।

Related posts

Leave a Comment