চুরির অভিযোগে যমুনা ওয়েল কোম্পানির ৫ কর্মচারি গ্রেফতার

মুক্তবার্তা ডেস্ক: চাঁদপুরে যমুনা ওয়েল কোম্পানির সাত লক্ষ লিটার ডিজেল চুরির অভিযোগে ৫ কর্মচারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নতুনবাজার ডিপো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ জুন একটি জাহাজ থেকে খালাসের পর সাত লাখ লিটার ডিজেল গোপনে বিক্রি করে দেয় অভিযুক্তরা। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

এ ঘটনায় অভিযোগ পেয়ে অভিযান শুরু করে পুলিশ। পরে শনিবার সন্ধ্যায় শহরের নতুনবাজার ডিপো এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

এদিকে, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

Related posts

Leave a Comment