মুক্তবার্তা ডেস্ক:চীনের উত্তরাঞ্চলে শেনসি প্রদেশের একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে নয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, একটি আবাসিক ভবনে অবৈধভাবে মজুদ করা বিস্ফোরক পদার্থের কারণেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি জানায়, বিস্ফোরণে কয়েকটি ভবন ধসে পড়েছে। রবিবার দুপুরেও তল্লাশি ও উদ্ধার কাজ চলছিল।
চীনের আবাসিক এলাকায় শিল্প বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণের খারাপ নজির রয়েছে।
গতবছরের অক্টোবরে শানসি প্রদেশের একটি অস্থায়ী বাড়ির ব্লকে অবৈধভাবে মজুদ বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটে। এতে ১৪ জনের প্রাণহানি ঘটে।
এ ঘটনার পর থেকে বিস্ফোরক দ্রব্য উৎপাদন ও মজুদ অনুসন্ধান শুরু হয় প্রদেশজুড়ে।
শেনসি ও শানসি উভয় প্রদেশে বড় বড় কয়লা খনি রয়েছে। এই খনিগুলোতেই নিয়মিত বিস্ফোরক পদার্থ ব্যবহার হয়ে থাকে।