চীনের সহায়তা চাইলেন ইনু

মুক্তবার্তা ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে চীনের সহায়তা চেয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতা ওয়াং ইয়াজুনের সঙ্গে বৈঠকে এ সহায়তা চান তথ্যমন্ত্রী। ঘণ্টাব্যাপী এ বৈঠকে বাংলাদেশের সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট দলগুলোর প্রতিনিধিদের পক্ষে নেতৃত্ব দেন ইনু।

বৈঠকের শুরুতে তথ্যমন্ত্রী তার দলের পক্ষ থেকে প্রতিনিধি দলের কাছে বক্তব্য তুলে ধরেন এবং বৈঠকের পর বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।
বৈঠকে চীনের অ্যাসিসট্যান্ট মিনিস্টার অব ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব সিপিসি (কমিউনিস্ট পার্টি অব চায়না) ওয়াং ইয়াজুনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠকে রোহিঙ্গা বিষয়টি উত্থাপন করে ইনু বলেন, রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যা রয়েছে, তার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশ তার বন্ধুপ্রতিম দেশ চীনের সক্রিয় সমর্থন ও জোরাল ভূমিকা আশা করে।

Related posts

Leave a Comment