চিটাগাইঙ্গা শাকিব ও নোয়াখাইল্যা বুবলীর শুটিং শুরু শুক্রবার

মুক্তবার্তা ডেস্ক: চলতি মাসের ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে শাপলা মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্যা মাইয়্যা’র শুটিং। এতে চিটাগাইঙ্গা পোয়ার চরিত্রে দেখা যাবে বাংলা চলচ্চিত্রের এই সময়ের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানকে। অন্যদিকে নোয়াখাইল্যা মাইয়ার ভূমিকায় অভিনয় করছেন সময়ের আলোচিত নায়িকা বুবলী। ছবিটি পরিচালনার চেয়ারে আছেন প্রতিভাবান পরিচালক উত্তম আকাশ।

শুটিং প্রসঙ্গে পরিচালক বলেন,  ‘আগামী ৬ থেকে ১১ অক্টোবর পর্যন্ত শাকিব খানের শুটিং চলবে।  সঙ্গে নায়িকা বুবলীও থাকবেন।  এরপর ১২ তারিখে কলকাতা যাবেন নায়ক শাকিব।  সেখান থেকে ফিরে আসলে ২০ তারিখের পর আবার শুটিংয়ে অংশ নেবেন তিনি।  এর মধ্যে বাকি শিল্পীদের নিয়ে আমরা শুটিং চালিয়ে যাব। প্রথমে ঢাকা,  এরপর কক্সবাজার, চিটাগাং এবং পরে নোয়খালীর বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হবে।’

অন্যদিকে ছবির নায়িকা বুবলী বলেন,  ‘কবে থেকে শুটিং শুরু হবে সে ব্যাপারে এখনও আমাকে চূড়ান্ত কিছু জানানো হয়নি।  গত মাসে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছি।  এমনকি ছবির চরিত্রের জন্য এরই মধ্যে নিজেকে প্রস্তুতও করেছি।’

সংবাদ পাঠিকা থেকে নায়িকা বনে যাওয়ার পর থেকে শাকিব খান ছাড়া আর কোনও নায়কের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। গেল ঈদেও মুক্তি পায় এ জুটির দুটি ছবি ‘অহংকার’ এবং ‘রংবাজ’। কিন্তু আলোর মুখ দেখেনি একটিও। প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়ে দুটি ছবিই যায় ফ্লপের তালিকায়। এবার ‘চিটাগাইঙ্গা পো

Related posts

Leave a Comment