চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা কার্যক্রম

মুক্তবার্তা ডেস্ক:স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে রাজধানীতে চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা কার্যক্রম পালিত হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, সকালে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং ইনস্টিটিউট, সব ধরনের প্যারামেডিকেল ইনস্টিটিউট ও অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস্) চিকিৎসা কর্মীরা রাজধানীর ৯২টি ওয়ার্ডে বিভিন্ন দলে ভাগ হয়ে চিকুনগুনিয়াবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও এ রোগ সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এছাড়া নির্মাণাধীন ভবনগুলোতে এডিস মশার প্রজননক্ষেত্র চিহ্নিত ও ধ্বংস, মোটরযান মেরামতের দোকানগুলোতে গিয়ে পুরনো টায়ার থেকে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস এবং সেগুলোতে যাতে পানি জমতে না পারে সেজন্য পুরনো টায়ারগুলো ফুটো করা, আবর্জনার ভাগাড়গুলোতে মশা প্রজননস্থল, যেমন- পরিত্যক্ত ডাবের খোসা অপসারণ এবং বাসাবাড়ির ভেতর এডিস মশার প্রজননক্ষেত্র চিহ্নিত করে ধ্বংস করা হয়।

Related posts

Leave a Comment