মুক্তবার্তা ডেস্ক:রাজনীতির মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালকের আসনে রয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘পশ্চিমাদের চাপ উপেক্ষা করে বিশ্ব রাজনীতির দ্বিতীয় ধারায় আমাদের প্রধানমন্ত্রী সম্পৃক্ত রয়েছেন। যা তার রাজনৈতিক কৌশল।’
শনিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের (৪৬তম ব্যাচ) প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
দেশের উন্নয়নের কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বর্তমান সরকারের দেশের উন্নয়নের জন্য বিভিন্নক্ষেত্রে সক্ষমতা দেখাতে পেরেছে। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এখন এগিয়ে যাওয়ার অর্থনীতি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়াই এখনো আমাদের স্বপ্ন। আশা করছি এবার আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৭.১৫ শতাংশে উন্নীত হবে।’
আবুল মাল বলেন, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৩ হাজার ২৬০ মেগাওয়াটে উন্নীতকরণ, ৫ কোটি মানুষকে মধ্যবিত্তে উন্নীতকরণ, ভারত ও মায়ানমারের সঙ্গে জলসীমা চুক্তির বিরোধের নিষ্পত্তি, প্রতি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন, মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, কৃষকদের জন্য কৃষিকার্ড, ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা, ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন এবং দারিদ্রের হার ২৪.৩ শতাংশে হ্রাস করা হয়েছে।