মুক্তবার্তা ডেস্ক:দুই দেশের মধ্যে নানা চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে প্রায় চার হাজার কোটি টাকা সমমূল্যের ৫০ কোটি ডলারের (প্রতি ডলার ৮০ টাকা হারে) চুক্তি হয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে।
শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তি হয়। চুক্তি শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে থেকেই প্রতিরক্ষা আর সামরিক সরঞ্জাম কিনতে চুক্তি নিয়ে অনেক কথা হচ্ছে। বিশেষ করে বিএনপি নেতারা ভারতের সঙ্গে কোনো ধরনের প্রতিরক্ষা বা সামরিক চুক্তির বিরুদ্ধে কথা বলে আসছেন। তাদের দাবি, এই চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করবে।
বৈঠক শেষে মোদি বলেন, বাংলাদেশের সামরিক সরঞ্জাম কেনার জন্য ৫০০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি হয়েছে। বাংলাদেশ তার অগ্রাধিকারের ভিত্তিতে এসব সরঞ্জাম সংগ্রহ করবে।
এই সফরে মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।