চামড়ার উৎপাদন বেড়েছে দেশে ১৩ শতাংশ

মুক্তবার্তা ডেস্ক:বিগত তিন বছরে দেশে চামড়ার উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৩ দশমিক ১৬ শতাংশ- এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

মঙ্গলবার সংসদ অধিবেশনে অংশ নিয়ে তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছরে দেশে চামড়া উৎপাদন হয়েছিল এক কোটি ৫০ লাখ ২৫ হাজার ৫১ পিস। ২০১৪-১৫ অর্থবছরে এক কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৬০২ পিস এবং ২০১৫-১৬ অর্থবছরে চামড়া উৎপাদন হয়েছে এক কোটি ৭০ লাখ তিন হাজার ৪০৭ পিস। ফলে বিগত তিন বছরে দেশে চামড়া উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৩ দশমিক ১৬ শতাংশ।

নাটোর-১ আসনের সদস্য আবুল কালামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

Related posts

Leave a Comment