চাকায় পিষ্ঠ হয়ে মোটরবাইক আরোহীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের দশমাইলে বাসের চাকায় পিষ্ঠ হয়ে মোটরবাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, গতকাল ২৪ মে বুধবার সন্ধায় উক্ত দূর্ঘটনাটি ঘটে।
প্রতিবেশী সূত্রে জানা যায়, দূর্ঘটনায় মৃত ব্যক্তির নাম ইদ্রিস আলী (৩২)। সে মৃত এজোদ্দিনের ৮ ছেলে ও ২ মেয়ের মধ্যে চতুর্থ। তার বাড়ী চিরিরবন্দর উপজেলার ৩ নং ফতেজংপুর ইউনিয়নের চৌধুরী হাটে। বিবাহিত জীবনে সে ২ ছেলে ও ১ মেয়ের জনক। এর মধ্যে বড় ছেলে ও মেয়েটি প্রতিবন্ধি বলে নিশ্চিত করছেন শুভ নামের এক প্রতিবেশী ছাত্র।

ঘটনা সূত্রে আরো জানা যায়, ইদ্রিস আলীর শ্বশুর বাড়ী দিনাজপুরের কাঞ্চন ব্রীজ এলাকা থেকে ফেরার পথে দশমাইলে একটি ভটভটিয়ার সাথে ধাক্কা লেগে সে রাস্তায় পড়ে যায়। ঠিক ঐ সময় দিনাজপুর থেকে আসা একটি বিআরটিসি বাস মোটরবাইকসহ তাকে পিষ্ঠ করে। নিমিষেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। পরে প্রত্যক্ষদর্শীরা দৌড়ে আসে কিন্তু দূর্ঘটনাকবলিত লাশটি দ্বিখন্ডিত হওয়ায় পরে পুলিশ এসে মৃতের পরিবারে খবর দেয়। রাত দশটায় লাশ বাসায় আনা হলে পরিবারে শোকের মাতম পড়ে। আজ সকাল ৯ টায় সিরাজ মেমোরিয়াল স্কুলের পাশে পারিবারিক কবরস্থানে তাকে কবর দেওয়া হয়।

Related posts

Leave a Comment