মুক্তবার্তা ডেস্ক:চাকরি ফিরে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৪০ চাকরিচ্যুত চিকিৎসক। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রবিবার এ রায় দেয়।
চাকরির ধারাবাহিকতাসহ এসব চিকিৎসককে অবিলম্বে নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে এসব চিকিৎসকরা যতদিন চাকরি থেকে বাইরে ছিলেন ওই সময়ে অবৈতনিক ছুটি হিসেবে গণ্য হবে বলে রায়ে বলেছে আদালত।
চাকরি ফিরে পেতে এসব চিকিৎসকদের পাঁচটি রিভিউ আবেদন নিষ্পত্তি করে আপিল বিভাগ এ রায় ঘোষণা করে।
আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, কামরুল হক সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন ও শরীফ ভূঁইয়া।
অপরদিকে বিএসএমএমইউয়ের পক্ষে শুনানি করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার তানজীবউল আলম।