চাঁপাইনবাবগঞ্জ দুই আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মুক্তবার্তা ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে দুইটি আগ্নেয়াস্ত্রসহ মো. মনিরুল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড আ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মনিরুল উপজেলার নামোচকপাড়া গ্রামের মো. মোখলেসের ছেলে।

গতকাল বুধবার সন্ধ্যায় হাজারবিঘি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, আগ্নেয়াস্ত্র বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

Related posts

Leave a Comment