চাঁপাইনবাবগঞ্জে ৯৩০ বোতল ফেনসিডিল জব্দ

মুক্তবার্তা ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকের ঘাট পদ্মা নদী এলাকায় অভিযান চালিয়ে ৯৩০ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার এই অভিযানে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আবুল এহসান জানান, গতকাল সন্ধ্যা সোয়া ৬টায় বাকের আলী সীমান্ত চৌকি’র একটি দল ওই এলাকায় অভিযান চালায়। নায়েব সুবেদার কেরামত আলীর নেতৃত্তে সীমান্ত পিলার ১৬/৪ এস হতে আনুমানিক ৫ কি.মি বাংলাদেশের ভেতরে পরিচালিত অভিযানে ৯৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জব্দকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান অধিনায়ক।

Related posts

Leave a Comment