চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সাদেকুল ইসলাম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আজ শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। সাদেকুল উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী আজমতপুর হুদমা গ্রামের বেরাদুল ইসলামের ছেলে।

গ্রেপ্তার সাদেকুল একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার জানান, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল কানসাট কলাবাড়ি এলাকার একটি আমবাগান ঘিরে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদেকুল ইটপাটকেল ছুড়ে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে আহত হয়।  আটকের পর তার দেহ তল্লাশী করে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি পাওয়া যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Related posts

Leave a Comment