মুক্তবার্তা ডেস্ক: সংস্কারের অভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বাবু বাজার ব্রিজ থেকে মাওয়াগামী সড়কটি। বড় বড় গর্তের কারণে এই সড়কে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। দুর্ভোগ আর যন্ত্রণা এ রাস্তায় যাতায়াতকারীদের নিত্যসঙ্গী। বিশেষজ্ঞরা বলেছেন, রাস্তাটি ঈদের আগে সংস্কার করা না হলে দুর্ভোগে পড়বে দক্ষিণাঞ্চলের ঈদে ঘরমুখো মানুষ।
ঢাকা থেকে দক্ষিণবঙ্গে সড়কপথে যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে ঢাকা-মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জের এই রাস্তাটি। এবারের টানা বর্ষণে পুরো রাস্তাটিতে সৃষ্টি হয়েছে ছোট বড় খানা-খন্দ। এ ধরণের বড় বড় গর্তে কোথাও জমে আছে পানি, যা হতে পারে দুর্ঘটনা ও দুর্ভোগের কারণ।
এসব খানা খন্দের ফলে দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে দক্ষিণাঞ্চলের যাত্রীদের। কোথাও থেমে থেমে আবার কোথাও ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে আছে যানবাহনে।
কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আযহা, স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়বে এ রাস্তাটিতে। বেহাল অবস্থার সংস্কার করা না হলে দুর্ভোগের শঙ্কা রয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের।
তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সাময়িকভাবে রাস্তা মেরামত করার কথা জানিয়েছে উপজেলা পরিষদ।
কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, ‘ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আশা করি ৮/১০ দিনে মধ্যে কাজ শেষ হয়ে যাবে।’
ভিন্নমত পোষণ করে যোগাযোগ বিশেষজ্ঞরা বলেছেন, সাময়িক সংস্কার নয়, দরকার টেকসই উন্নয়নের পাশাপাশি সড়কগুলোর রক্ষণাবেক্ষণ।
পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক. ড. শামসুল হক বলেন, ‘মাত্র দুই তিন মাসের ব্যবধানে রাস্তার এ নাজুক অবস্থা শুধু ঈদের ঘরমুখী যাত্রীদের ভোগাবে না, আমাদের অর্থনীতির জন্য বিরাট একটি ক্ষতির কারণ।’
রাজধানী গুলিস্তান থেকে মাওয়া যেতে যেখানে একটা ঘণ্টার সময় লাগার কথা আর সেখানে বাবু বাজার ব্রিজ থেকে মাওয়ার সংলগ্ন সড়ক পর্যন্ত পৌঁছাতে সময় লাগছে তিন থেকে চার ঘণ্টারও বেশি। ঈদের আগে এই সড়কগুলো মেরামত করা না লেগে ঈদ যাত্রার আনন্দর পরিবর্তে রূপ নিতে পারে ভোগান্তিতে।