চলতি বছরে শততম ব্যক্তির শিরোশ্ছেদ সৌদি আরবে

মুক্তবার্তা ডেস্ক: চলতি বছর শততম ব্যক্তির শিরোশ্ছেদ করলো সৌদি আরব। এক সৌদি নাগরিককে হত্যা করার অপরাধে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএর এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে জানা যায়, এর আগে ২০১৬ সালে মোট ১৫৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি আরব। এরমধ্যে ওই বছরের ২ জানুয়ারি একদিনে দেশটির প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আন-নিমর ও তার ৪৬ জন সমর্থকের শিরোশ্ছেদ করে সৌদি সরকার।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনা নিন্দা জানিয়েছে। অ্যামনেস্টি বলেছে, মৃত্যুদণ্ড কার্যকর করার দেশগুলোর তালিকায় সৌদি আরব প্রথম স্থানে রয়েছে। ‘ভয়ঙ্কর’ শিরোশ্ছেদের দণ্ড তুলে দেয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Related posts

Leave a Comment