মুক্তবার্তা ডেস্ক:বহিষ্কৃত এক ছাত্রলীগ কর্মীকে পরীক্ষা দেয়ার অনুমতি না দেয়ায় জিরো পয়েন্টে দ্বিতীয় দফায় ফের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এসময় রেলস্টেশনে থেমে থাকা ট্রেনের হোস পাইপ কেটে দেয় তারা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় পরীক্ষা কেন্দ্রের সামনে এ সংঘর্ষের পর ফের জিরো পয়েন্টে সংগঠিত হয় ছাত্রলীগ কর্মীরা। এসময় মেইন ফটক আটকিয়ে বিক্ষোভ করে তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে গেলে আবারো সংঘর্ষ বাঁধে।
ছাত্রলীগের এ অংশটি নগর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত।
সংঘর্ষের সময় ছাত্রলীগের ইট পাটকেলের আঘাতে চার পুলিশ সদস্য সামান্য আহত হন। আহত অবস্থায় পুলিশের কনস্টেবল রফিককে চবি মেডিকেল সেন্টারে পাঠানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালিয়ের প্রবাসী কলোনীর সামনে এক ট্রাকে ভাঙচুর করে।