মুক্তবার্তা ডেস্ক: চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ মহিম ওরফে মহিন (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে নগরের পাঁচলাইশ থানার রাজগঞ্জ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে। মহিমের বিরুদ্ধে নগরের পাঁচলাইশসহ বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ১৮টি মামলা আছে।
আজ সকালে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যমে) মিমতানুর রহমান এর সত্যতা প্রকাশ করেন।