মুক্তবার্তা ডেস্ক:চট্টগ্রামে শিল্পাঞ্চল পুলিশ বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে ১৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী টোল রোডে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই শিল্প পুলিশের সদস্য। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়িতে থাকা পুলিশ সদস্যদের কারো মাথা ফেটে গুরুতর জখম হয়, কারও হাত ভেঙে যায়।
খবর পেয়ে পুলিশ লাইনের একটি গাড়ি গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহতদের মধ্যে চট্টগ্রাম শিল্প পুলিশের এএসআই মো. জাকির ছাড়া অন্য সবাই কনস্টেবল।
তাদের ১১ জনের নাম জানা গেছে। এরা হলেন- কনস্টেবল হানিফ, ফারুখ, হান্নান, আবদুর হালিম, বিজয়, জাহাঙ্গীর, রফিক, ফিরোজ, জাকের, শফিক ও হাফিজুর।