চট্টগ্রামে বাণিজ্য মেলা শুরু ১ ডিসেম্বর

মুক্তবার্তা ডেস্ক: চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ আবাহনী মাঠে আগামী ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা ১৭’ শুরু হতে যাচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

আগ্রাবাদস্থ সিএমসিসিআই কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

মেলার আহ্বায়ক আমিনুজ্জামান ভূঁইয়া তার বক্তব্যে বলেন, আগামী ১ ডিসেম্বর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। ১ লক্ষ ৭০ হাজার বর্গফুট এলাকা নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় মেগা প্যাভিলিয়ন, মিডিয়াম প্যাভিলিয়ন, স্টান্ডার্ড প্যাভিলিয়ন, ব্যাংক এন্ড ইন্স্যুরেন্স, স্টল, রেস্টুরেন্টসহ ১টি টাওয়ার ও ১টি ফোয়ারা থাকবে। ফায়ার সার্ভিসের একটি টিম সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। মেলার পুরো এলাকাটি সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণে থাকবে।

উল্লেখ, মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে। দর্শনার্থীদের প্রবেশ মূল্য ১০ টাকা রাখা হয়েছে।

Related posts

Leave a Comment