চট্টগ্রামে দফায় দফায় বেড়েছে পেঁয়াজের দাম

মুক্তবার্তা ডেস্ক: চট্টগ্রামে দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার রাতে খুচরা বাজারে যে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৬৭-৭০ টাকা, ভোর হতেই তার দাম হয়ে যায় ৮০ টাকা। এভাবে চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে।

বৃহস্পতিবার খাতুনগঞ্জ পাইকারি বাজারে যে পেঁয়াজের কেজি ছিল ৬০-৬২ টাকা, শুক্রবার তা বিক্রি হয়েছে ৭০-৭২ টাকায়। একই পেঁয়াজ গত সোমবার বিক্রি হয় ৪৫-৪৬ টাকা দরে। পাইকারি বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

চার-পাঁচ দিন আগেও যে পেঁয়াজের কেজি ছিল ৫২-৫৬ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ৮০ টাকারও বেশি দামে। মাত্র কয়েক দিনের ব্যবধানে পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ায় ভোক্তারা রয়েছেন অস্বস্তিতে।

Related posts

Leave a Comment